টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আানে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।
টাঙ্গাইল ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসেই আমরা ২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি। তিনি বলেন, আগুনের ঘটনায় কোনো ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড ১০ জন রোগী ছিল। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, আমরা পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে বলে জানান তিনি।