‘রাষ্ট্রীয় সন্ত্রাস ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করুন’

Slider ফুলজান বিবির বাংলা
 63337_mjb

 রাষ্ট্রীয় সন্ত্রাস ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলার আহবান জানিয়েছে জামায়াত। দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ এক বিবৃতিতে এই আহবান জানান। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ জালেম সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন করছে। আন্দোলনের তোড়ে দিশেহারা সরকার ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় চারগুণ লোককে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ নেতা-কর্মীদের স্ত্রী, কন্যা, পুত্র ও আত্মীয়-স্বজনদের আটক করছে। নেতা-কর্মীদের বাড়ি-ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করছে। তিনি বলেন, সরকার দলীয় ক্যাডাররা পরিকল্পিতভাবে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। গত ১০ই ফেব্রুয়ারী বগুড়ায় আওয়ামী লীগ নেতা সোহাগের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগের নেতা-কর্মীরাই সন্ত্রাসের নায়ক। তারাই বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের সন্ত্রাসী তা-ব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি দেশের ‘সংগ্রামী জনতার’ প্রতি আহ্বান জানান। অধ্যাপক মুজিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালও রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ২০ দলীয় জোটের প্রায় ৩ শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এভাবে গ্রেপ্তার করে মানুষের ওপর নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *