বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরস্থ ২নং মালিখালী ইউনিয়নের মধ্যলড়ায় প্রবাহমান খালে বাঁধ দিয়ে বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে খাল সংলগ্ন বাসিন্দা দুই ভাই যথাক্রমে বিশ্বনাথ পাইক ও নীতিশ চন্দ্র পাইকের বিরুদ্ধে। তারা নিজের রেকর্ডীয় জায়গার কথা বলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে প্রবাহমান খাল ভরাট করছেন। এদিকে খাল ভরাটের প্রতিবাদে(১৪ ই জুলাই) সকাল ১১টায় মানব বন্ধন করেন ভূক্তভোগি এলাকাবাসি। ঘন্টা ব্যাপি এ মানব বন্ধনে বক্তারা বলেন ২নং মালিখালি ইউনিয়নের মধ্যলড়া গ্রামের বিশ্বনাথ পাইক ও তার ভাই নীতিশচন্দ্র পাইক জোড় পুর্বক ২৩৯৯নং দাগের যুগিয়া মৌজায় মজুমদার বাড়ি ও পাইক বাড়ির মধ্যবর্তী চাষাবাদ এর জন্য প্রয়োজনীয় একমাত্র খালটি দখল করে ভরাট করায় চরম দুর্ভোগে রয়েছে সাধারন মানুষ ও কৃষকেরা। এদিকে ১০০ বছরের পুরানো খালের পানি দুই পারের কৃষকেরা সেচকাজ ও ঐ গ্রামের বাসিন্দারা ব্যবহার করেন বলে এ মানব বন্ধনে দাবি করেন স্থানীয়রা। কিন্তু খাল দখল হয়ে গেলে পানি সংকটের আাশঙ্কা রয়েছে, জমি চাষাবাদে রয়েছে ভোগান্তি। স্থানীয় কৃষক গোপাল মন্ডল (সাধু) জানান খালটি ভরাট করে ফেললে আামাদের জমিতে আার পানি ঢুকবেনা ফলে প্রায় ২০০ থেকে ৩০০ বিঘা জমি অনাবাদি হয়ে থাকবে। আামরা এই গ্রামের মানুষ সবাই তাহলে না খেয়ে মারা যাব । মানব বন্ধনের প্রধান সমন্বয়ক বিবেকানন্দ মজুমদার জানান ঐ খালটি যাতে না ভরাট করতে পারে এবং আাগের মত খালটি যাতে প্রবাহ মান থাকে, যাতে কৃষকরা ভূক্ত ভোগী না হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা সমীর মণ্ডল জানান যে ১০০ বছরেরও পুরনো এ খালটি কোন প্রকারে দখল করতে দেয়া হবেনা। বিশ্বনাথ পাইক কয়েকমাস আগে ২৩৯৯ নং দাগের কিছুটা জমি ক্রয় করেছে মাত্র। উক্ত দাগের আরও যাঁরা সম্পত্তির মালিক রয়েছে তাঁরা জাতীয় এ সম্পদ প্রবাহমান খাল দখলের চিন্তাও কখনো করিনি। জমি কিনেই প্রভাব খাটিয়ে এই খাল দখলের হীনচেষ্টার জোর প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস জানান এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে যাতে কৃষিকাজের পানি সেচের এবং অতিরিক্ত পানি বেড়ে গেলে পানি নিস্কাসনে যাতে সমস্যা না হয় সে কারনে খালটি প্রবাহমান থাকা অতীব জরুরী। আমরা আজকের এ মানব বন্ধনের মাধ্যমে বিশ্বনাথ পাইকের প্রভাব খাটিয়ে খাল ভরাটের মত এ অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব মজুমদার জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যাতে খাল নদী কেউ অবৈধভাবে দখল করতে না পারে। কাজেই আমরা গ্রামবাসী বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে বিশনাথ পাইকের খাল ভরাটের এমন দুঃসাহস এবং অন্যায় কাজের তীব্র প্রতিবাদ জানাই। খাল দখলকারী বিশ্ব নাথ পাইক জানান ,আামি আামার রেকর্ডিয় জায়গা ভরাট করতেছি কেউ কিছু বললে আামার কিছুই হবেনা। ২ নং মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দাড়িয়া জানান , যে ব্যক্তি এই খাল ভরাট করতেছেন তিনি হিংসাত্মক মনোভাব নিয়ে কাজটি করতেছেন আমার জানামতে এটি একটি সরকারী খাল এটা রক্ষার জন্য বা যাতে বন্ধ না হয় সে ব্যাপারে আমি যাবতীয় পদক্ষেপ নিব । ২নং মালিখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের মালিখালী ইউনিয়ন প্রতিনিধি সাবেক ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান কেশব লাল বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন খাল ভরাট করে দখল, নদী ভরাট করে দখল কিংবা সরকারি সম্পত্তি আত্মসাৎ সহ জনগণের স্বার্থ বিরোধী যে কোন কার্যকলাপ এর সাথে কেউ জড়িত থাকলে সে যতবড় ক্ষমতাশালী হোকনা কেন সে কোন প্রকার পার পাবেনা। এ বিষয়ে আমাদের পিরোজপুর এর অভিভাবক মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের স্পষ্ট নির্দেশ রয়েছে। তিনি বলেন মালিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব রুহুল আমিন বাবলু দাড়িয়া সাহেবের সাথে কথা বলে তাঁকে নিয়ে খাল ভরাট বন্ধে অবশ্যই ভূমিকা রাখবো। নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল (সৈকত) জানান আমি বিষয়টি জেনেছি এটি একটি প্রবাহমান খাল যদি কেউ অবৈধ ভাবে ভরাট করে থাকে তাহলে তার বিরুদ্ধে আাইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে ।