ইসমাঈল হোসেন, গাজীপুর: মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় গাজীপুরে আরো ৩ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন।
আজ মঙ্গলবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ১৮৯ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯০, শ্রীপুরে ৫০, কালিয়াকৈরে ৩২, কাপাসিয়ায় ০৬ ও কালিগঞ্জে ১১ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে আরো ৩ জন মারা গেছেন। এই নিয়ে গাজীপুর জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৭৭ জন। সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৫৭১টি নমুনার মধ্যে ৩৭২টি নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে ১৮৯টি । গত ২৪ ঘন্টায় পরীক্ষার শতকরা ৫০.৮০ ভাগ আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুরে সর্বমোট ১৪৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৯২৬২, শ্রীপুরে ১৭১৯, কালিয়াকৈরে ১৫৮৮, কালিগঞ্জে ৯৭৬ও কাপাসিয়ায় ৯৫৭ জন ।