বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সবপক্ষকে তাদের কর্মের পরিণতি সম্পর্কে ভাবার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে আজ তিনি সাংবাদিকদের একথা বলেন। গিবসন বলেন, আমি ক্রমাগতভাবে সকল পক্ষকে আহ্বান জানিয়ে আসছি যেন তারা তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন। আমি সকল পক্ষকে আরও আহ্বান জানাই, স্বাভাবিক জীবন-যাত্রা ফিরিয়ে আনতে সবাই যেন আস্থা গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে আমি প্রত্যাশা করি এই আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার হবে। যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্নসৃষ্টির যে অভ্যাসগত চরিত্রায়ণ ঘটেছে তার বিলুপ্তি ঘটাবে। এবং সকল বৈধ রাজনৈতিক কর্মকা- শান্তিপূর্ণভাবে পালনকে অনুমোদন করবে।