ইসমাইল হোসেন, গাজীপুরঃ বকেয়া বেতনের দাবিতে গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় সড়ক অবরোধ হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় এই অবরোধ হয়।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
ইসমাঈল হোসেন-গাজীপুর: বকেয়ার বেতনের দাবিতে আজ মঙ্গলবার চৌরাস্তা-জয়দেবপুর সড়কের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট গার্মেন্টেসের ৭ শাতধিক কর্মকর্তা-কর্মচারী দুপুর ১২.০০ টায় মানববন্ধন শেষে রাস্তায় বসে পরেন।
সরেজমিন ঘুরে জানা যায়, স্টাইল ক্রাফট্ গার্মন্টেস এর ৭২২ জন কর্মকর্তা গত ৬ মাসের বেশি সময় বেতন ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। কর্তৃপক্ষ কয়েক দফা বকেয়া বেতন পরিশোধের সময়চেয়েও পরিশোধ করেননি।
আন্দোলনরতদের আমিনুল ইসলাম, মমতাজ বেগম ও সুহেল আহমেদ আনসারী জানান, মালিক পক্ষ সর্বশেষ ২২ জুন, ২৮ জুন ও ৭ জুলাই বকেয়া বেতন পরিশোধের কথা বলেও বেতন পরিশোধ করেনি । এর আগে স্টাইল ক্রাফট গার্মেন্টস এর ৪ হাজার শ্রমিক দীর্ঘদিন যাবৎ বকেয়া বেতনের দাবিতে লাগাতার আন্দেলন করছেন।
এই রিপোর্ট প্রকাশ পর্যন্ত আন্দোলনরতরা রাস্তায় অবস্থান করছেন।