ঢাকাঃ সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত হচ্ছে। আজ এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। সূত্র জানিয়েছে, আগামী ১৫ই জুলাই বৃহস্পতিবার থেকে ২৩শে জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। এই সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি চলবে। বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস। কোরবানির পশুর হাটের বিষয় বিবেচনা করে বিধি-নিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।