ঢাকাঃ করোনার সংক্রমণ ঠেকাতে গত ১লা জুলাই শুরু হওয়া চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী ১৪ই জুলাই বুধবার। পরদিন বৃহস্পতিবার থেকেই শিথিল হতে পারে সেই বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে গণপরিবহন ও মার্কেট। এছাড়া কোরবানির পশুর হাটও বসানোর চিন্তাভাবনা করছে সরকার। এসব বিষয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে সরকারের তরফ থেকে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। শ্রমজীবী মানষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিল হচ্ছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ই জুলাই পর্যন্ত করা হয়।