পরিবেশ পরিস্থিতির কারণেই এনকাউন্টারের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এনকাউন্টারের ঘটনা ইচ্ছা করে ঘটেনা। নাশকতাকারীদের ধরিয়ে দেয়া চারজনকে আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলমান নাশকতার কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই এমন পরিবেশে তৈরি হবে, তখনই এই ঘটনা (এনকাউন্টার) ঘটবে। আছাদুজ্জামান মিয়া বলেন, আত্মরক্ষা করা প্রত্যেক নাগরিকের সাংবাধানিক অধিকার। সংবিধানের ৯৬ ও ১০৭ ধারা অনুযায়ী, কারও ওপর হামলা হলে তার আত্মরক্ষার অধিকার আছে বলে তিনি জানান।