ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

Slider ফুলজান বিবির বাংলা

ফেরিতে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকরা করা হচ্ছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনা জারির বিজ্ঞতিতে বলা হয়, ৯ই জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *