ইসমাইল হোসেন, গাজীপুরঃ চলামান করোনা ভাইরাসে বিধ্বস্ত অসহায় আত্মপিরিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসনের বিশেষ টিম (এস আর টি) ও রেড ক্রিসেন্ট গাজীপুর।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট ও স্পেশাল রেসপন্স টিম ( এস আর টি) নামে স্বেচ্ছাসেবী সংগঠন। দুই সংগঠনের ৩০ জনের অধিক কর্মী প্রতিদিন ৫টি দলে বিভক্ত হয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মতে সরকারি ত্রাণ বিতরণ করছেন।
চলমান লকডাউনে ইতোমধ্যে ত্রাণ সহায়তা পেয়েছেন বে-সরকারি শিক্ষক, লাইব্রেরী কর্মী, দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার , রিকশা চালক ও হোটেল শ্রমিক। এছাড়াও প্রতিদিন ১২০ জন পথ শিশুকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।
এস আর টির এরিয়া কমান্ডার মেহেদী হাসান গ্রাম বাংলা নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলা ত্রাণ কর্মকর্তার প্রত্যক্ষ ব্যবস্থাপনায় রাতের বেলায় ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৩৮০ জন বে-সরকারী শিক্ষককে নগদ ১৫০০ টাকা করে দেওয়া হয়। এছাড়া অন্যান্যদের দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি সয়াবিন তেল দেয়া হচ্ছে।