গাজীপুর: এনটিভির চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোছাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে মানববন্ধন পন্ড করে দিয়েছে পুলিশ। অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ।
বুধবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কাযালয়ের সামনে রাজবাড়ি রোডে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, এনটিভি দশক ফোরাম গাজীপুর জেলা শাখা মোছাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে। রাজবাড়ি রোডে জেলা প্রশাসক কাযালয়ের সামনে কয়েকজন সাংবাদিক ব্যানার নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুলিশ বাঁধা দেয়। এসময় গাজীপুর বারের আইনজীবীরা মানববন্ধনে মিছিল সহকারে যোগ দিতে আসার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যানারটি ছিনিয়ে নেয়। ফলে মানববন্ধন পণ্ড হয়ে যায়।
এ প্রসঙ্গে এনটিভির গাজীপুরে কমরত স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ বলেন, ডিসি ও এসপির কাছে বলে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কিন্তু মানববন্ধন শুরু আগ মুহূতে পুলিশ বাঁধা দেয় ও ব্যানার জোরপূবক ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ সুপারকে জিঞ্জেস করলে পুলিশ সুপার উপরের নিদেশে মানববন্ধন করতে দেয়া হচ্ছে না বলে জানান নাসির আহমেদ।