মহাসড়কে রাতের বেলায় বাস চলাচল বন্ধ করার পরে অচিরেই সরকার দিনের বেলাতেও সকল সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে হরতাল বাড়ানোর ঘোষণা দিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি আরও বলেন, রাত নয়টার পর মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করার মধ্য দিয়ে প্রকারান্তরে সরকারের অস্তিত্বহীনতাকেই স্বীকার করে নেয়া হলো। প্রধানমন্ত্রী চলমান রাজনৈতিক সংকটকে মানবসৃষ্ট দুর্যোগ নামে অভিহিত করেছেন। মূলত পঞ্চদশ সংশোধনীর পক্ষে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত ও ক্ষমতা চিরস্থায়ীকরণে তার উগ্র বাসনাই কথিত মানবসৃষ্ট দুর্যোগের উৎপত্তির কারণ এবং সে জন্য তিনি ও তার দল দায়ী। সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী সরকার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এমন কোন অপকর্ম নেই, যা তারা করছে না। সরকারকে যত সন্ত্রাস, কূটকৌশল ও ছলচাতুরির আশ্রয় নিতে হোক না কেন, তবু ক্ষমতার মসনদ ত্যাগ করা যাবে না। এ যেন আওয়ামী অবৈধ সরকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে অসৎ উদ্দেশ্য সামনে নিয়েই তারা জনপ্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবিকে বেআইনিভাবে বিরোধী দল দমনে সকল নিষ্ঠুর প্রক্রিয়ায় এগোচ্ছে। ইতিমধ্যে দলীয়করণ, কুক্ষিগত বিচারব্যবস্থা ও দলীয় মনোভাবাপন্ন বিচারকদের মাধ্যমে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিচারিক নির্যাতনের মহড়া চালানো হচ্ছে। ফলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের পুলিশি রিমান্ডে অমানবিকভাবে দিনের পর দিন নির্যাতিত হতে হচ্ছে।
তিনি বলেন, প্রকৃত অর্থে ক্ষমতা চিরস্থায়ীকরণে আওয়ামী লীগের উগ্র বাসনায় চলমান রাজনৈতিক সংকটের মূল কারণ।