রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার সকাল ৯টা ১৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, বগুড়া, দিনাজপুর, জামালপুর, শেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের লক্ষ্মীপুরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়। আবহাওয়াবিদ বজলুল রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ২৮২ কিলোমিটার।’