পোরশা (নওগাঁ): গত এক সপ্তাহ ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন পোরশার মজিবর রহমান। চিকিৎসা করে কোনো কাজ না হওয়ায় গত রোববার সাপাহার উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাকে। পরে নেয়া হয় রাজশাহী হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় লাশ বাড়ি নিয়ে যাওয়ার জন্য মজিবরের স্ত্রী তার সাত বছরের কন্যাশিশু মরিউম খাতুনকে পাহারায় রেখে গাড়ি ভাড়া করতে যান। বাবা কথা না বলায় লাশের পাশে বসেই কান্নায় ভেঙে পড়ে মরিউম। এ সময় এক ব্যক্তি শিশুটির দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটি দেখার পর গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের মাধ্যমে নিহত মজিবর রহমানের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
জানা গেছে, পোরশা উপজেলার নিতপুর কলোনিপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে মজিবর রহমান দীর্ঘদিন ধরে ভ্যান নিয়ে ফেরি করে গ্রামে গ্রামে মেলামাইন সামগ্রী বিক্রি করতেন। তিনি হঠাৎ গত এক সপ্তাহ ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন।