নালিতাবাড়ী (শেরপুর)ঃ মঙ্গলবার দুপুর থেকে নালিতাবাড়ী শহরের নয়ানিবাজারে নির্ধারিত গরুমহলে সাপ্তাহিক গুরুর হাট জমজমাট দেখা গেছে
হাটে গরু কিনতে এসেছেন মশিউর রহমান। করোনার মধ্যে তিনি হাটে এত লোক দেখে মর্মাহত। তিনি বলেন, আমি হাটে এত লোক দেখে অবাক হচ্ছি। ভাবতে পারিনি করোনার এই সময়ে এত লোক সমাগম হবে।
বিক্রেতারা বলছেন, হাটে মানুষ এসেছে। সবাই গরু দেখছেন, তবে বেচা-বিক্রি হচ্ছে না। সবাই শুধু দেখছেন।
হাটে ক্রয়-বিক্রয়ের জন্য দুপুর থেকে সন্ধা পর্যন্ত হাজারো গরু,মহিশ, ছাগল দেখা গেছে। তবে এ সময় ক্রেতা-বিক্রাতাদের ছিল না কোনো স্বাস্থ্যবিধি।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, পৌরসভার নির্ধারিত গরু- ছাগলের হাট নিয়ম অনুযায়ী তারা হাট বসিয়েছে।