আর্জেন্টিনাকে আটকাতে শরীর নির্ভর ফুটবলের কৌশলে নিয়েছিল ইকুয়েডর। তবে আটকাতে পারেনি লিওনলে মেসিকে। গোল ও জোড়া অ্যাসিস্টে পার্থক্য গড়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একটি করে গোল রদ্রিগো ডি পল, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসির। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। টানা চতুর্থবারের মতো কোপার শেষ চারে ১৪ বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা।
চলমান কোপা আমেরিকায় অব্যাহত মেসির দুর্দান্ত পথচলা। ৫ ম্যাচে ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা মেসি।
আসরে সবচেয়ে বেশি ৪ অ্যাসিস্টও তার। আর্জেন্টিনা এখনো পর্যন্ত করেছে ১০ গোল। যার ৮টিতেই প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান মেসির। জাতীয় দলের জার্সিতে ৭৬তম গোল করে পেলেকে ছোঁয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়ে মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোল ৭৭টি। কোপার কোয়ার্টার ও সেমিফাইনাল মিলিয়ে মেসি খেলেছেন ১০ ম্যাচ। তাতে ৫ গোল ও ১০ অ্যাসিস্ট মেসির।