ঢাকাঃ কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে আরো ১৮৪ জনকে আটক করেছে পুলিশ। নিয়ম ভঙ্গ করে ঘরের বাইরে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, তৃতীয় দিনের লকডাউননে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়েছে।