শাহনাজ আফরোজ প্রেমা মফস্বলের একজন খুব সাধারণ নারী উদ্যোক্তা।নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন দীর্ঘদিন থেকে।
পরিবার পরিজন ও আশপাশের মানুষের সাপোর্ট না পেয়ে নিজের সঠিক পরিচয় গোপন করে প্রথমে ফেক আইডি দিয়ে বিজনেস শুরু করেন।
ঠিক সেই সময় আমার সাথে তার পরিচয় হয় স্বপ্ন পূরণ গ্রুপের মাধ্যমে। আমাদের স্বপ্ন পূরণ গ্রুপের প্রধান নিয়ম হলো আমরা কোনো ফেক আইডিকে সেলার কোড দেই না।প্রেমা আপুকে যখন বিষয়টি জানালাম তখন তিনি ভীষণ মন খারাপ করে ফেললেন।
তখন আমি আপুকে ফোন করে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম।
আপনি তো কোনো অন্যায় বা খারাপ কাজ করছেন না,তাহলে আপনি কেন পরিচয় গোপন করে বিজনেস শুরু করলেন?
উনি তখন জানালেন তার ফ্যামিলিতে কেউ তার বিজনেস করাটা সাপোর্ট করছে না।উনি কিছু করুক সেটা পরিবারের কেউ চায় না।
প্রেমা আপু বললেন,
“আপু আপনি আমার বড় আপুর মতো,আপনি আমাকে পরামর্শ দিন আমার আসলে এখন কি করা উচিত?
আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমেই আপনাকে নিজ নামে আইডি খুলতে হবে।
আপনি একটা ভালো কাজ করছেন।নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন।আপনি তো কোনো অন্যায় বা পাপ কাজ করছেন না।তাহলে কেন আপনি নিজেকে লুকিয়ে রাখছেন?আপনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।এটাতো খুবই আনন্দের কথা।এত ভালো একটা কাজ করতে যাচ্ছেন আর সেই কাজটা আপনি মিথ্যা দিয়ে শুরু করছেন।কাজটা কি ঠিক হচ্ছে?
তখন প্রেমা আপু বললেন, “আপু এই ভাবে তো কখনই ভেবে দেখিনি।”
আমি তাকে আরও বোঝালাম ধরুন একদিন আপনি সফল নারী উদ্যোক্তা হলেন তখন অফিসিয়াল কাগজ পত্র করতে গেলেও আপনার রিয়েল নামটাই লাগবে।আর ফেক আইডি দিয়ে আপনি বিজনেসে খুব একটা সুবিধা করতে পারবেন না।আপনাকে না চিনলে আপনার কাছ থেকে কেউ কিছুই কিনবে না।আর না কিনলে বিজনেস করে লাভ কি?
আমার সব কথা শোনার পরে উনি সেই দিনই সাথে সাথে নাম বদলে নিজ নামে আইডি খুলেন।সেই থেকে তিনি আমার কথা মতো চলতে লাগলেন।আমি যেভাবে বলতাম আপু সেভাবেই চলতেন।নাম বদলে সেলার কোড নিয়ে গ্রুপে সুপার এক্টিভ হয়ে গেলেন।এরপর প্রেমা আপু সুপার এক্টিভ থেকে স্বপ্ন পূরণ টপ লিস্টে চলে এলেন।বেশ কয়েক বার টপ টু হলেন। সেখান থেকে আজ তিনি স্বপ্ন পূরণ গ্রুপের মডারেটর এবং তিনি একজন সফল উদ্যোক্তা।
মাশাল্লাহ এখন তার অনেক সেল।তিনি বর্তমানে গুড় নিয়ে কাজ করছেন।স্বপ্ন পূরণ গ্রুপের গুড় কন্যা নামে তিনি পরিচিত।
আমার দেখানো পথে চলে এভাবেই মফস্বলের সহজ সরল Shanaj afroj prema আপু একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন।
তার ভাষায়,
“স্বপ্ন পূরণে এসে আমার স্বপ্ন সফল হয়েছে।”
শুভকামনা সফল উদ্যোক্তা শাহনাজ আফরোজ প্রেমা আপু।এভাবেই আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্খিত লক্ষ্যে।