নারায়ণগঞ্জ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চাঁদনী রূপম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ৯ ডিসেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে সমন জারি করেছিলেন আদালত। কিন্তু তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত বছরের ১২ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাজহারুল হক বাদী হয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে টাঙ্গাইলবাসী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় মহানবী (স.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করে সমালোচিত হন লতিফ সিদ্দিকী।