চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

Slider চট্টগ্রাম

ctg_map_bbnn_379927095

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বচানে ৩ হাজার ৩৯৮ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন মহানগর পিপি এ্যাডেভোকেট মুহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী।

তিনি  বলেন, শান্তিপূর্ণভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে তিনটি প্যানেলে এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৯টি পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

নির্বাচনে প্যানেল তিনটি হল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধ ও বামধারা সমর্থিত সমমনা আইনজীবী সংসদ এবং বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হয়ে সভাপতি পদে লড়ছেন মুজিবুল হক ও সাধারণ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধ ও বামধারা সমর্থিত সমমনা আইনজীবী সংসদের সভাপতি পদে আখতার কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে এসএম জাহেদ বীরু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে লড়ছেন কফিল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এনামুল হক।

গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ৭টি পদে বিজয়ী হয়েছিল। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সহ-সাধারণ সম্পাদকসহ ৪টি পদে এবং মুক্তিযুদ্ধ ও বামধারা সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ ২টি পদে বিজয়ী হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *