ইসমাঈল হোসেন: গাজীপুর: সার্বজনীন প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে গাজীপুর সদরে বিদ্যালয় ভবন ক্ষুদ্র মেরামত ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ বিতরণ প্রায় শেষের পথে।
আজ বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, গাজীপুর সদরে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ টাকা করে ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ অনুদান বাবদ ১ কোটি ৪ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। স্লিপ অনুদানের অর্ধেক টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। বাকি অর্ধেক প্রক্রিয়াধীন ।
গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ জানান, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে খরচ হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গ্রাম বাংলা নিউজে পি এস সির নাম করে অর্থ আদায়ের অভিযোগ সংক্রান্ত সংবাদের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ওই সংবাদটিতে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও গতকাল লিখিতভাবে বক্তব্য দিয়েছেন গাজীপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোসা: মনিরা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কোন শিক্ষার্থী বা প্রতিষ্ঠান থেকে কোন ডি আর বা টাকা সংগ্রহ করিনি এবং ডি আর ও টাকা সংগ্রহের জন্য খলিলুর রহমান ও খোকন নামে কোন ব্যক্তিকে নির্দেশনা দেইনি। সংবাদটিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি। তিনি প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
প্রতিবেদকের বক্তব্যঃ প্রকাশিত সংবাদের প্রতিবেদক বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখিত খলিলুর রহমান ও খোকন নামে দুই ব্যক্তির অডিও বক্তব্য সংরক্ষণে আছে। একই সঙ্গে সংবাদে প্রমান হিসাবে উপস্থাপিত জনৈক মোল্ল্যা দেলোয়ার হোসেন এর ফেইসবুক স্ট্যটাসের স্কিন শর্ট সম্পর্কে মনিরা বেগম কোন বক্তব্য দেননি। প্রকাশিত সংবাদে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাত দিয়ে বক্তব্য দিয়েছেন যাতে অভিযোগের প্রমান মিলে। প্রতিবেদকের সাথে প্রতিবাদকারী কোন ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট কোন সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ অবৈতনিক প্রাথমিক শিক্ষাখাত যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য প্রতিবেদক ও পত্রিকা সব সময় সচেষ্ট রয়েছে। সত্যের সন্ধানে সারাক্ষণ স্লোগানের এই পত্রিকা মহান মুক্তি যুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সরকারকে সব সময় সহযোগিতা করে আসছে যা অব্যাহত থাকবে