ছবি: সংগৃহীত
ঢাকা: নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
যাত্রীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ রিমান্ড আবেদন করেন।
এরআগে, পল্টন থানার একটি মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় রিজভীকে ফের রিমান্ডে নেওয়া হলো।