রোমাঞ্চকর ম্যাচে শেষ আটে স্পেন

Slider খেলা


চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সম্ভাবত সেরা ম্যাচটা হয়ে গেছে আজ। উত্তেজনা ঠাঁসা রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেয়েছে স্পেন। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে স্পেন। এরপর তিন গোল দিয়ে ম্যাচে ফিরলেও শেষ সাত মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। পরে অতিরিক্ত সময়ে শেষ রক্ষা হয়নি ক্রোয়েশিয়ার, বড় জয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে স্প্যানিশরা।

আজ সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ৫-৩ গোলের ব্যবধানে জিতেছে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়নরা।

শুরুতে আত্মঘাতী গোল হজম করা স্পানিশদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেররান তরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। ক্রোয়েশিয়া স্পেনের ভুলে এগিয়ে যাওয়ার পর আরও দুই গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ।

প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ হয়েছে আজ। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি গোল ছিল। ১৯৬০ আসরের সেমি-ফাইনালে ফ্রান্সের সঙ্গে ৪-৫ গোলের ব্যবধানে জিতেছিল যুগোস্লাভিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *