ষ্টাফ করেসনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ীতে নার্গিস আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী নার্গিস আক্তার আনসার টেপিরবাড়ী জুবায়ের হোসাইনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানাই, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নার্গিস আক্তারের বাড়ি ঘেড়াও করে তার ঘর বাড়ি তল্লাশী করে। তার থাকার ঘরের বিছানার নিচ থেকে ৯ পিছ ইয়াবা টেবল্যাট উদ্ধার করে।
উল্লেখ্য স্থানীয়দের দাবী, এই মাদক ব্যবসায়ী বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী মেয়েদেরকে এনে মাদক ব্যবসার সাথে নারী ব্যবসাও চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস আই জিয়াউর রহমান গ্রাম বাংলাকে জানান, স্থানীয় এলাকাবাসী সংবাদের পেক্ষিতে আমরা এই মাদক ব্যবসায়ইকে ধরতে পেরেছি।