রাহাত আকন্দ সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকালে বরমী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত ও সাধারন সম্পাদক হারুন খন্দকার বরমী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানকে সামনে রেখে বরমী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্রলীগের কর্মী আরিফুর ফাহাদ আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলন পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে।আমরা মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা, মানবিক ছাত্র নেতা মাহবুব হাসান ভাই এর নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসুচী পালন করি ইনশাআল্লাহ আমাদের বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত থাকবে।
বৃক্ষেরোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম তরিকুল, আমিনুল ইসলাম সানী, আরিফুল ফাহাদ আরিফ, মোঃ শামীম, তারেক হাসান নূরী, আবিদ ভূইয়া, সিফাত ইসলাম, শ্রীজন দাস, রিয়াদ সরকার