গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

Slider গ্রাম বাংলা


মোঃ জাকারিয়া, গাজীপুরঃ আজ ২৪/০৬/২০২১ তারিখ স্টাইল ক্রাফটস লি: এ বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

জেলা প্রশাসক, গাজীপুর মহোদয় সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসন, গাজীপুর এর প্রতিনিধিকে দিক-নির্দেশনা প্রদান করেন।

সকাল থেকে জেলা প্রশাসন, গাজীপুর এর প্রতিনিধি ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারখানায় অবস্থান করে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর এর প্রতিনিধিদের সাথে নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষসমূহের কর্মকান্ড পরিস্থিতির আলোকে মোকাবেলা করা নিশ্চিত করেন।

শ্রমিকরা সকালে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখলেও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে।
এরপর তারা দুপুরে সড়ক অবরোধ প্রত্যাহার করে লাঞ্চ বিরতিতে যায়।

বিরতির পর শ্রমিকদের প্রতিনিধিত্বকারীদের সাথে কারখানার ভিতরে জেলা প্রশাসন, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর এর প্রতিনিধিরা মিটিং এ অংশ নেন। ঢাকা থেকে মালিক টেলিফোনে সংযুক্ত হন।

বিকেল বেলা শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে নিজ নিজ বাড়িতে গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *