বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আজ সোমবার এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এর আগে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক দুই মামলায় ৮দিনের রিমান্ডে ছিলেন ফখরুল। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ফের ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। অন্যদিকে ফখরুলের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে ফখরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। গত ৬ই জানুয়ারি বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।