শেষ মিনিটে ব্রাজিলের নাটকীয় জয়

Slider খেলা

টানা জয়ে ছুটে চলা ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল কলম্বিয়া। প্রথমে লিডও নিয়েছিল তারাই। তবে ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে তুলে নিয়েছে জয়। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে ব্রাজিলকে উল্লাসে ভাসান ক্যাসেমিরো। কোপা আমেরিকায় বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে ব্রাজিল। আসরের তিন ম্যাচেই জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতেছে তিতের দল।

রিও ডি জেনিরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। রক্ষণাত্মক কৌশলে কলম্বিয়া ম্যাচের দশম মিনিটেই লিড নেয়।
হুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে দারুণ বাইসাইকেল কিকে গোল করেন লুইস দিয়াস। ছয় ম্যাচ পর গোল হজম করে ব্রাজিল। এ ম্যাচে গোলপোস্টের নীচে ছিলেন না আলিসন বেকার। একাদশে জায়গা পান পালমেইরাস গোলরক্ষক ওয়েভেরতন।

প্রথমার্ধে কলম্বিয়ার জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ ব্রাজিল। নয় ম্যাচ পর পিছিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে আরো রক্ষণাত্মক কৌশলে খেলা শুরু করে কলম্বিয়া। এই ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি। ২০১৪ বিশ্বকাপে দু’দলের লড়াই দেখেছিল রেকর্ড ৫৪ ফাউল।

৭৮তম মিনিটে রেনান লোদির ক্রসে ফিরমিনোর জোরালো হেড অসপিনার হাত ফস্কে জড়ায় জালে। এর আগে নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ার খেলোয়াড়রা খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তবে খেলা চালিয়ে যাওয়ারই ইঙ্গিত দেন রেফারি। তখনই ব্রাজিলের একজন বল বাড়ান লোদিকে। তার ক্রসেই হয় গোল। গোল বাতিলের জন্য প্রতিবাদ জানান কলম্বিয়ার ফুটবলাররা। ভিএআরের সাহায্যে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা গোলের বাঁশি বাজালেও থামেনি অসপিনা-কুয়াদ্রাদোদের প্রতিবাদ। গোলের মিনিট পাঁচেক পর খেলা শুরু হলে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। সমতা ফেরানোর পর আরও উজ্জীবিত হয়ে উঠে ব্রাজিল। যোগ করা ১০ মিনিটের দশম মিনিটে এগিয়েও যায় তারা। নেইমারের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন ক্যাসেমিরো।

‘বি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত তাদের। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *