রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক; গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাদার্স কেয়ার এন্ড জেনারেল হসপিটালে বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূ একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছে। তাদের মধ্যে ৩ জন ছেলে শিশু ও দু’জন মেয়ে শিশু।
৫ সন্তানের জননী বৃষ্টি আক্তার পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের মো. মোশাররফ হোসেন স্ত্রী।
সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় মাদার্স কেয়ার নামক হাসপাতালে বৃষ্টি আক্তার নামে এক নারী ৫ সন্তানের জন্ম দেয় হাসপাতালে সূত্রে জানাযায়, নরমাল ডেলিভারিতে ৫ টি শিশু সন্তানের জন্ম হয়। ৫ শিশুর মধ্যে দু’জন জীবিত ও তিনজন মৃত জন্ম নেয়। জন্মের ত্রিশ মিনিটের মধ্যে জীবিত দু’জন শিশুর মৃত্যু হয়। ৫শিশুর মৃত্যু হলেও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
মাদার্স কেয়ার হাসপাতালে চিকিৎসক ডাঃ জহিরুন নেছা রেণু বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। দু’টি শিশু জীবিত জন্ম হলেও ত্রিশ মিনিটের মধ্যে দু’জন মারা যায়। মা সুস্থ থাকলেও তবুও ঝুঁকি রয়েছে।
মাদার্স কেয়ার হাসপাতালে ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে জরুরি অবস্থায় বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার সময় নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।