রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি; ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে উঠা ফুটপাত উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো চলছে। বুধবার (১৬ জুন) সকাল নয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া বলেন, হাই কোর্টের আদের অনুযায়ী গণবিজ্ঞপ্তি অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের জয়দেবপুর হতে শ্রীপুর উপজেলার জৈনা বাজার পযন্ত মহা সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা, দোকানপাট ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা শ্রীপুর থানা মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা। উল্লেখ্য ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর হতে শ্রীপুর উপজেলার জৈনা বাজার নাসিরগ্লাস পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ৩ জুন ২০২১ তারিখে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ (সওজ)। এই অভিযান আগামীকাল বৃহস্পতিবার ১৭ জুন পযন্ত অব্যাহত থাকবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া বলেন, সড়ক আইন অনুযায়ী সড়কের পাশে কোনো স্থাপনা গড়ে তোলা যাবে না। উচ্ছেদ করা স্থানে কিংবা সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে সড়ক উন্নীতকরণের কাজে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরোও জানান, উচ্ছেদ অভিযানের পর সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কোন ধরণের স্থাপনা নির্মাণ করে। তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।