একদিনে শনাক্ত আবার ৩ হাজার ছাড়িয়েছে, আরও ৫৪ জনের মৃত্যু

Slider জাতীয়


ঢাকাঃ দেশে করোনা রোগী শনাক্ত আবার ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১৭২ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৪টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *