ঢাকাঃ সাভারের আশুলিয়ার ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে জেসমিন বেগম (৩০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে । রোববার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে তাকে দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. মাহবুব জানান, আমি একটি সিকিউরিটি গার্ডের চাকুরী করি। আমার স্ত্রী আশুলিয়া ইপিজেড গোলটেক্স গার্মেন্টসে চাকুরি করে। সকালে গার্মেন্টসে যাওয়ার সময় বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টার সময় পালাতে গিয়ে টিয়ার শেলের ধোঁয়ায় কিছু দেখতে পাইনি। পরে আইল্যান্ডের উপর পড়ে মাথায় আঘাত পায়। এতে সে অচেতন হয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে আমরা আশুলিয়ার মধুপুর দুলাল সরদারের বাড়ীতে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ভাড়া থাকি। গ্রামের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের আকাম সরদারের মেয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে একজন পোশাক শ্রমিক পড়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।