মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার) প্রায় দেড় বছর যাবৎ করোনা পরিস্থিতির কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । বিভিন্ন সমিক্ষায় দেখা গেছে উচ্চ মাধ্যমিকে ১৯% ও মাধ্যমিকে ২৫% শিক্ষার্থীর ঝড়ে পরার আশংকা রয়েছে। কোনো পরিসংখ্যানে তা ৪৫% ছাড়িয়ে যাবার আশংকা রয়েছে।
৯ই জুন বুধবার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় , ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টঙ্গি সরকারি কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজের সামনে আলাদা আলাদা মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারা আরো বলেন, শপিংমল, ব্যাংক, বীমা , অফিস আদালত, গার্মেন্টস ফ্যাক্টরি চালু রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনিতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান সাধারন শিক্ষার্থীরা।