চলমান অবরোধ-হরতালে এ পর্যন্ত ব্যবসায়িক খাতে ৭৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার মতিঝিলে প্রতিকী মাননবন্ধনে সংগঠনটি এ দাবি করে। কর্মসূচিতে স্মারকলিপি পড়েন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন। দেশের বর্তমান হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনৈতিক কার্যক্রম বন্ধে সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান ব্যবসায়ীরা।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য অবিলম্বে উদ্যোগ গ্রহণ করুন। এ অবস্থা চলতে থাকলে অবিলম্বে আইন করে হরতাল-অবরোধ সম্পূণরূপে নিষিদ্ধ করতে হবে। এফবিসিসিআইয়ের আহ্বানে রাজধানী ঢাকাসহ গোটা দেশের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।