সচিবালয়ের সাত নম্বর ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে নিরাপত্তা পুলিশ। এ ঘটনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চার কর্মকর্তা-কর্মচারীকে নিরাপত্তা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৭ম তলার ৬২০ নম্বর কক্ষে নিরাপত্তা পুলিশ অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির মতো সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌলতুন্নেছা, অফিস সহকারী জিন্নুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং সোহেল রানাকে আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এরই মধ্যে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে পৌঁছেছে। সন্দেহভাজন আটককৃতদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, এখনও বলার মতো কিছু হয়নি।