গাজীপুর: জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে পার্টির চেয়ারম্যান পল্লি বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদেন জাতীয় পার্টিতে। ১৯৮৮ সালে যোগদানের পর ১৯৯০ সালে ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর গাজীপুরের রাজপথ কাপানো নেতা বাবু পবন চন্দ্র ঘোষ । ১৯৯১ সাল থেকে এরশাদ মুক্তি আন্দোলনে গাজীপুরে রাজপথে একজন ত্যাগি কর্মি হিসেবে তার অবদান উজ্জ¦ল। জাতীয় পার্টির দু:সময়ে এরশাদ মুক্তি আন্দোলন সহ জাতীয় পার্টির নানান রাজনৈতিক ইস্যুতে রাজপথে প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। জাতীয় পার্টি ও জাতীয় পার্টির চেয়ারম্যানের নীতি আদর্শকে বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামে রাজপথে বলিষ্ট ভূমিকা রাখায় শাসক দলের রোসানলে পরে ১৪ বার কারা বরণ করেন। আওয়ামীলীগ এর সাথে মহাজোট করার পর জাতীয় পার্টির পক্ষ থেকে কোন হালুয়া রুটির ভাগ বসাননি তিনি।বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী জি এম কাদের গাজীপুরে জাতীয় পার্টির নেতা বাবু পবন চন্দ্র ঘোষকে কেন্দ্রীয় কমিটির সম্মানীত সদস্য মননীত করেন। বাবু পবন চন্দ্র ঘোষ গাজীপুর মহানগর জাতীয় পার্টির বর্তমান কমিটির সম্মানীত যুগ্ম-আহবায়ক ও জাতীয় পার্টির সদ্য মননীত কেন্দ্রীয় কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের জাতীয় পার্টির সকল সাংগঠনিক ইউনিট শক্তিশালী করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। চলমান রাজনীতিতে লোভ, হিংসা ও প্রতিহিংসার উর্ধ্বে উঠে পার্টির চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভ’মিকা পালন করে যাচ্ছেন।
জাতীয় পার্টির নবনির্বাচিত কেন্দ্রীয় নেতা বাবু পবন চন্দ্র ঘোষ বলেন, জাতীয় পার্টি চায় গাজীপুর মহানগর একটি আদর্শবাসভূমি । এরশাদ সাহেবের আমলে মহুকুমা থেকে গাজীপুর জেলা ও উপজেলা গঠনের পর গাজীপুরে সকল খাতে অভ’তপূর্ব উন্নয়ন হয়েছে। বর্তমানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা ও একটু রোদ হলেই ধূলিকনার শহর ছিলনা গাজীপুর। তিনি নগর বাসীকে স্মরণ করিয়ে বলেন, গাজীপুরে এরশাদ সরকারের শাসন আমলে কোন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। জাতীয় পার্টির পর বিভিন্ন সরাকার অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুর ্ এখন ঝুকিপূর্ণ মহানগর। অপরিকল্পিত শিল্পায়ন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ পয়:নিস্কাসনের যথেষ্ট ব্যবস্থা না থাকা, চিকিৎসা সুব্যবস্থা নাথাকা সহ নাগরিকদের সেবা খাতের প্রতিটি সেক্টর এখন ঝুকিতে আছে। তিনি খোব প্রকাশ করে বলেন, জাতীয় পার্টি মহাজোটে থাকলেও মহাজোটের জনপ্রতিনিধিরা নগর উন্নয়নে জাতীয় পার্টিকে সাথে নিয়ে কোন পরামর্শ কমিটি গঠন করেনি। ফলে মহাজোটের উন্নয়নে জাতীয় পার্টি কোন ভ’মিকা রাখতে পারেনি। তিনি দলমত নির্বিশেষে সকল অংশিজনদের সমন্বয়ে প্রতিটি ইউনিটে পরামর্শ কমিটি করে যোগপযোগী উন্নয়ন নিশ্চিত করার আহবান জানান।