টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের সোহরাব আলী আকন্দ (৮৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।
তাদের ছেলে ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন জানান, গত ২৮ মে তার মা-বাবা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই করোনার সংক্রমণ ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান তার মা। এরপর রাত ১০টার দিকে তার বাবারও মৃত্যু হয়।আজ শুক্রবার সকালে জানাজা শেষে গ্রামের সামাজিক গোরস্তানে তাদের দাফন করা হয়।