গ্রাম বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ভোট ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তা চলবে বিকেল চারটা পর্যন্ত।
তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ করা গেছে। এছাড়া এখনো কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও কিছু কিছু কেন্দ্রে অনিয়ম লক্ষ করা গেছে। এর মধ্যে আদর্শ শিশু কল্যাণ কেন্দ্রে অমোচন কালী ছিলনা। এছাড়া মর্গেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার ঠিক ছিলনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেবল র্যাবেরই এক হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের বহুল আলোচিত সাংসদ (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে তাঁদের আরেক ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী (লাঙ্গল প্রতীক) হয়েছেন।
আওয়ামী লীগ এখানে কোনো প্রার্থী দেয়নি। এই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী (প্রতীক আনারস) হয়েছেন।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৩১১ এবং মহিলা এক লাখ ৬৮ হাজার ৯৪ জন। মোট ভোটকেন্দ্রের মধ্যে বন্দর উপজেলায় ৮৯টি এবং নারায়ণগঞ্জ সদরে ৫২টি।