চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রকৌশলী মো. শাহনেওয়াজ চৌধুরীর মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার বিশ্বজুড়ে কাজ করা মানবাধিকার সংগঠনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে শাহনেওয়াজের গ্রেপ্তারের খবর প্রকাশ করে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানায়।
বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ড্রাকোনিয়ান আইন’ আখ্যা দিয়ে বলা হয়- এমন আইনের অধীনে তাকে আটক করা হয়েছে যেটি ক্রমশ ভিন্নমত দমনের জন্য বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষকে শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটি বাতিল করতে হবে এবং অবিলম্বে নিঃশর্তভাবে তাকে এবং বাক স্বাধীনতার অধিকার চর্চা করার জন্য অভিযুক্ত সকলকে মুক্তি দিতে হবে।
এর আগে এক বিবৃতিতে গ্রেপ্তার ওই প্রকৌশলীর মুক্তি দাবি করেন দেশের ৬৩ জন নাগরিক। বিবৃতিদাতারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নিপীড়নমূলক ও সংবিধানবিরোধী’ হিসেবে চিহ্নিত করে এটি বাতিলের দাবি জানান।