ফেনীঃ ফেনীতে নিজ বাসা থেকে শফিকুল আজম নামের এক ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে দরজা ভেঙে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শফিকুল আজম গত বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে ফেনী শহরের মহিপাল চৌধুরী বাড়ি সড়কের আশিক মঞ্জিলের বাসায় ফেরেন। এরপর তাকে আর দেখা যায়নি। তার বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়ির মালিক মনির আহম্মদ সোমবার বিকেলে বাইরে থেকে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেন।
ফেনী মডেল থানা পুলিশ বিকেল ৫টার দিকে বাসার দরজা ভেঙ্গে খাটের ওপর লাশ পড়ে থাকা লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শফিকুল আজমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আউটপাড়ায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।