বরিশালঃ থানায় বসেই নারীকে যৌন হয়রানির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার এক উপ-পরিদর্শক মো. আসাদুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৪শে মে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করেন ওই নারী। মামলার এক সপ্তাহ পর সোমবার বিষয়টি জানাজানি হয়। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৭শে সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওই নারী। পরদিন ওই ডায়েরির তদন্তের জন্য আসাদুল বাদীকে থানায় ডেকে নিজের রুমে বসান। এরপর তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারীর স্বামী এসে পড়ায় তাকে ছেড়ে দেন। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানালে বিচার করবেন বলে আশ্বস্ত করেন।
কিন্তু ২৩শে মে ওই নারী এএসআইকে ফোন দিয়ে জানতে পারেন তিনি অভি?যো?গের বিষয়ে কিছুই জানেন না। পরে ২৪শে মে তিনি এসআই’র বিরুদ্ধে মামলা করেন। ওই নারীর আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, আমরাও বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে কথা বলার জন্য এসআই’র নম্বরে একাধিকবার কল দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।