ভারতে সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ই জুন পর্যন্ত

সারাদেশ

ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধের সময়সীমা ১৪ই জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারি এই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *