কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকার লক্ষাধিক ডোজের চালান আজ আসছে না। বিশেষ কারণে এই টিকা আসতে আরও ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘কোভ্যাক্সের একটি টিকার চালান আজ আসার কথা ছিল। কিন্তু ফাইজারের সেই টিকার চালান বাংলাদেশ আজ পাচ্ছে না। এ টিকা বাংলাদেশে আসতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে। কোভ্যাক্সের মাধ্যমে এক লাখ ছয় হাজার টিকা আসবে। এটি এলে পরে ঠিক করা হবে কারা পাবে, কাদের দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ফাইজারের এ টিকা অত্যন্ত সংবেদনশীল, এটি অত্যন্ত হিমায়িত অবস্থায় রাখতে হয়। মাইনাস ৭৩ ছাড়া এ টিকা টিকিয়ে রাখা যায় না।’।