ব্যাট করতে এসে বিধ্বংসী শুরু করেন কুশল পেরেরা ও দানুশকা গুনাথিকালাকা। দু’জনের ব্যাটে দুশ্চিন্তা বাড়াচ্ছিল টাইগার শিবিরে। দ্রুত রান তুলতে থাকা এই জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার জোড়া আঘাতে ম্যাচে ফিরে স্বাগতিকরা।
আজ শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ : ১০১/২ (১৬ ওভার)
টসে জিতে ব্যাট করতে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা ও দানুশকা গুনাথিকালাকা। প্রথম বলে শরিফুল ইসলামকে চার মেরে রানের খাতা খোলেন পেরেরা। দু’জনের দুর্দান্ত ব্যাটে ৭ ওভার চার বলেই দলীয় অর্ধশতকপূর্ণ হয়। দ্রুত রান তুলতে থাকা এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ।
১২তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই বিধ্বংসী গুনাথিকালাকে সাজঘরে ফেরান তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৩ বলে ৩৯ রান করেন তিনি। একই ওভারের চতুর্থ শেষ বলে নতুন ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান এই পেসার। রানের খাতা খেলার আগেই উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন তিনি।