‘দেশে গণ্ডগোল করলে আমরা টিকা নাও পেতে পারি——স্বাস্থ্যমন্ত্রী

Slider টপ নিউজ


মানিকগঞ্জ: নিয়মের বাইরে কাজ করলে আইনে যা বলা আছে তা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘নিয়মের বাইরে কাজ করলেই আইনে যা বলা আছে তা মেনে নিতে হবে। আমাদের প্রত্যেকের পেশাই গুরুত্বপূর্ণ। কোনো পেশাকেই খাটো করে দেখার সুযোগ নেই। প্রত্যেকটি কাজেরই কিন্তু বিশেষ ধারা আছে, নিয়ম আছে। নিয়মের মধ্যেই আমাদের প্রত্যেকের কাজ করে যেতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে কোথাও কোনো সমস্যা দেখা দিলে যথাযথভাবে আইনি প্রক্রিয়াতেই তা সমাধান করতে হবে। আমরা টিকার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি।’

‘দেশে গণ্ডগোল করলে আমরা টিকা নাও পেতে পারি। কারণ টিকা না পেলে করোনা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না’, যোগ করেন জাহিদ মালেক।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *