শনিবার সকাল ১১ টায় টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে বিএনপি জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচীতে চলমান সহিংসতার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের এক পর্যায়ে টঙ্গি মডেল থানার দুই ওসি (আপারেশন ও তদন্ত) যথাক্রমে ইসমাইল হোসেন ও আমিনুল ইসলামকে অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের সাথে টঙ্গি সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারসহ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদেরকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা রোগীদের চিকিৎসা কর্যক্রম ফেলে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করেন।
যোগাযোগ করা হলে ওই দুই পুলিশ কর্মকর্তা বলেন, মানববন্ধনে হাসপাতালের সরকারি কর্মকর্তারা যেহেতু অংশ নিয়েছেন, তাই তারাও অংশ নিয়েছেন। অন্যদের মতো তাদেরও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।