বকেয়ার কারণে এসএ টিভি ও চ্যানেল নাইন বন্ধ

Slider বিনোদন ও মিডিয়া


স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া বকেয়া রাখায় দেশের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এসএ টিভি ও চ্যানেল নাইন সম্প্রচার বন্ধ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর মাধ্যমে সম্প্রচার হওয়া ‘এসএ টিভি’ ও ‘চ্যানেল নাইন’ এ দুটি চ্যানেলের ট্রান্সপন্ডার বিল কিছু বকেয়া ছিল। এ কারণে চ্যানেল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুটি টিভি চ্যানেলকে চিঠি দিয়ে বকেয়া বিল পরিশোধের বিষয়ে বলা হয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষকে চিঠিতে বলা হয়েছিল, বকেয়া বিল ১১ মে এর মধ্যে পরিশোধ না করা হলে, চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হবে। যেসব টিভি চ্যানেলের বকেয়া বিল আছে, তাদের সবাইকেই চিঠি দেওয়া হয়েছিল।

তবে বিল পরিশোধ করায় আজ বিকেলে পুনরায় এসএ টিভির সম্প্রচার চালু হয়েছে। এদিকে চ্যানেল নাইন সম্প্রচারের বিষয়ে কতৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিএসসিএলের চেয়ারম্যান জানান, চ্যানেল নাইন চালু হবে রোববার। ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৫টি টিভি চ্যানেল আছে। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি সব টিভি চ্যানেলই বিএস-১ এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *