আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার কাবুল পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র ফেরদাউস ফ্রামার্জ বলেছেন, ‘বোমা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা ১২ জন। যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।’
তিনি বলেন, ‘কাবুল প্রদেশের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘণ্টা না যেতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটল।
গত পহেলা মে আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানে বোমা হামলা বাড়তে শুরু করেছে।