আজ পবিত্র ঈদুল ফিতর। তৃতীয় ঘরবন্দী ঈদ। আনন্দে লাগামটানা এই ঈদে যেতে পারবেন না কোন বিনোদনকেন্দ্রে। বিনোদনকেন্দ্রগুলো থাকবে জনশূন্য, দেখা যাবে না লোকে লোকারণ্য সেই চিরচেনা দৃশ্য। জানা যায়, রাজধানীসহ দেশের সবকটি বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। রাজধানীর উল্লেখযোগ্য জনসমাগম দেখা যেত জাতীয় জাদুঘর, শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড, ওসমানী উদ্যান, রমনা পার্ক, জোড়পুকুর মাঠ, বাসাবোর শহীদ আলাউদ্দিন পার্ক, পুরান ঢাকার লালবাগে অবস্থিত রসুলবাগ পার্কসহ সিটি করপোরেশনের অন্যান্য মাঠ ও পার্কে। এবার ঈদে সবই রয়েছে বন্ধ। এছাড়া গত ২রা এপ্রিল থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।